ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাম্বের ডাস্টবিন বিতরণ

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ ১২:২৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর
দিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ডাস্টবিন বিতরণ করেছে বেসরকারী এনজিও সংস্থা ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ (ল্যাম্ব হাসপাতাল )। 
উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ে ২টি করে ময়লা সংরক্ষণের জন্য ডাস্টবিন বিতরণ করা হয় ।
 
গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসব ডাস্টবিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম।
 
সংস্থার কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিএইচডিপি) এর আওতায় চার্চ এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন (সিসিটি) প্রজেক্ট এসব বিতরণ করে।
 
বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সীডার ফান্ড হংকং এর আর্থিক সহযোগিতায়
ল্যাম্বের এরিয়া ব্যবস্থাপক বিলাশ পৌল তিগ্যা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও অনিমেষ সোম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। 
 
এনজিওর প্রজেক্ট কর্মকর্তা গাব্রিয়েল কিস্কুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন রামভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় চন্দ্র সরকার ও সাংবাদিক আতিকুল ইসলাম চৌধুরী প্রমূখ।
 
সংস্থার ব্যবস্থাপক বিলাশ পৌল তিগ্যা জানান, বর্তমান প্রজন্মকে আবর্জনা ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে প্লাস্টিক ও পচনশীল আবর্জনাকে আলাদা রাখতে প্রথম পর্যায়ে ৯ টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৮ টি ভিন্ন ভিন্ন ডাস্টবিন বিতরণ করছি, এতে শিশু শিক্ষার্থীদের ময়লা সংরক্ষণের অভ্যাস গড়ে উঠবে বলে আশা করছি।
 
এ সময় ল্যাম্বের প্রজেক্ট কর্মকর্তা নরেন্দ্রনাথ বর্মন,
টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ, মিশন ভিশন ভ্যালুস কাউন্সিলর লরেন্স রায় প্রমূখ।