ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

নবীগঞ্জে রাস্তা ঘাটের অবস্থা বেহাল

নবীগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২১ অগাস্ট ২০২২ ০৬:৪৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বেহাল। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইডিয়াল ল্যাবরেটরি হাইস্কুল, সবুজ কুঁড়ি কিন্ডারগার্ডেন স্কুল, হীরা মিয়া গালস্ হাইস্কুল ও আইডিয়াল উইমেন্স কলেজ।

 

জানা যায়, নবীগঞ্জ পৌরসভায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে আইডিয়াল উইমেন্স কলেজ ও আইডিয়াল ল্যাবরেটরী হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। আইডিয়াল উইমেন্স কলেজের শিক্ষার গুণগত মান ভালো হওয়ায় ২০২২ সালে কলেজটি শতভাগ সাফল্যে অর্জন করে। ওই কলেজের বর্তমানে শিক্ষকের সংখ্যা ১০ জন এবং শিক্ষার্থীদের সংখ্যা প্রায় আড়াই শত জন।

 

এছাড়া নবীগঞ্জ একমাত্র গালস্ স্কুল হীরা মিয়া গালস্ হাইস্কুল ও সবুজ কুড়ি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে।

 

বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ও উপজেলার ইনাতগঞ্জ সড়ক থেকে বাইপাসে কলেজ ও স্কুল হয়ে বানিয়াচং রোডে পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা কার্পেটিং ও সিলকোট দ্বারা কয়েক বছর আগে পাকা করা হয়।

 

কিন্তু গত বন্যা ও অতি বৃষ্টিতে রাস্তাটির ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাপক খানাখন্দসহ বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে রাস্তাটি দিয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এই অবস্থা দাঁড়িয়েছে যে এই রাস্তা দিয়ে একটি রিকশা নিয়ে যাওয়া যায় না। খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগে পোহাতে হচ্ছে।

 

এ বিষয়ে আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, সবুজ কুড়িঁ কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক নিপেন্দ্র দাশ ও হীরা মিয়া গালস্ হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদিপ দাশ জানান- বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে এবং পৌর কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও অদ্যবধি রাস্তার সংস্কার হয়নি।

 

নবীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম জানান, রাস্তা নতুনভাবে করার চেষ্টা চলছে। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় রাস্তাটি নতুনভাবে করা সম্ভব হচ্ছে না। অর্থ প্রাপ্তিসাপেক্ষে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। 

 

এ ব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, রাস্তার নতুনভাবে করার জন্য চেষ্টা চলছে। নতুনভাবে করার আগ পর্যন্ত রাস্তাটি চলাচলের উপযোগী রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অতি শীঘ্রই নেওয়া হবে।

 

নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম জানান, নবীগঞ্জ পৌরসভার মেয়রের সঙ্গে আলোচনা করে রাস্তাটি শীঘ্রই মেরামতের উদ্যোগ নেওয়া হবে।