নরসিংদীর ঘোড়াশালে ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকা থেকে হানিফ মিয়া (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পলাশ থানা পুলিশ
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হানিফ মিয়া পলাশ ভাগ্যের পাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। তিনি ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের আবাসিক এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করতেন।
জানা যায়, ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকার পাশের ময়লার স্তূপে নির্মাণশ্রমিক হানিফ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার শাহিন ও ভ্যাকুচালক আবদুল খালেককে আটক করেছে পুলিশ।
পলাশ থানার ওসি ইমদাদুল হক বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।