ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

নাগরপুরে প্রথম জাতীয় সংসদ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুলাই ২০২৩ ০৭:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 টাঙ্গাইলের নাগরপুরে 'জাতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদ সদস্যদের ভূমিকা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

বুধবার (২৬ জুলাই) সকালে নাগরপুর সরকারি কলেজ নতুন ভবন অডিটোরিয়ামে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে আহসানুল ইসলাম টিটু এমপি সরাসরি শিক্ষার্থী ও শিক্ষকদের সংসদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

 

এতে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন, অধ্যাপক মো. শাহিন উর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মাহামুদুর রহমান, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ খিজির, খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সম্মানিত সদস্য গোপাল সরকার, এস টি ইসলাম সানি সহ শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দরা।