টাঙ্গাইলের নাগরপুরে বিশাল জনসভা করতে প্রাথমিক প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপজেলা আ.লীগের আয়োজনে বিশাল একটি জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই জনসভা সফল করতে সকল ইউনিয়ন আ.লীগের আয়োজনে প্রতিটি ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা করতে নির্দেশনা প্রদান করা হয়।
নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. মতিয়ার রহমান মতি'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি'র সদস্য ও টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, সহ সভাপতি আজাহার উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, সম্মানিত সদস্য আওলাদ হোসেন লিটন, মো. হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মানিত সদস্য আব্দুস সালাম প্রামাণিক, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।