টাঙ্গাইলের নাগরপুরে সংখ্যালঘু সুরক্ষা ও অধিকার আদায়ে আন্দোলন ছাত্র সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নাগরপুর থানা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নাগরপুরের সাধারণ শিক্ষার্থীরা বলেন দেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় মন্দির ভাংচুর ও হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে ধর্মীয় বড় উৎসব আসন্ন দূর্গা পূজায় সর্বোচ্চ নিরাপত্তা কামনা করি এবং কেও যদি কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কামনা করছি নাগরপুর থানা পুলিশ প্রশাসনের কাছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। কেও যদি কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এবং কোন প্রকার অপৃতিকর ঘটনা যেনো না ঘটে সেজন্য দলমত নির্বিশেষে নাগরপুর উপজেলার সকল প্রকার মানুষের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সংখ্যালঘু সুরক্ষা ও অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সঞ্জয় চক্রবর্তী, রিপন রায়, সজীব বর্মন, বিজয় শীল সহ সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি বৃন্দরা।