টাঙ্গাইলের নাগরপুরে মোকনা ইউনিয়নে পংবাইজোড়া থেকে ভায়া লাড়ুগ্রাম হয়ে পংবরটিয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন সড়ক ২ মাসের মধ্যে নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ঠিকাদার প্রতিষ্ঠান সাহেরা বিল্ডার্স। সোমবার (৯ অক্টোবর) দুপুরে ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১১৫০ মিটার দৈর্ঘ্যের এই নতুন সড়ক সরাসরি পরিদর্শন করেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। তিনি পুরো সড়ক পরিদর্শন শেষে এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে কাজের মান সম্পর্কে বিস্তারিত খোজ-খবর নিয়ে লাড়ুগ্রাম এলাকায় নির্মিত নতুন এই সড়কের উদ্বোধন ফলক উন্মোচন করেন এবং পরবর্তীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, মোকনা ইউনিয়ন আ.লীগ সাবেক সভাপতি নান্নু মিয়া, আ.লীগ নেতা খন্দকার সাজ্জাদ হোসেন আপেল সহ অন্যান্য আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।