গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে “সামাজিক সচেতনতার অভাবই নারীর মানবাধিকার প্রতিষ্ঠার প্রধান অন্তরায়” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তুলসীঘাট রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয় মাঠের শহীদ মিনার চত্বরে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’, গাইবান্ধা এই প্রতিযোগিতার আয়োজন করে।
রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, প্রাক্তন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী রণজিৎ সরকার, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সদর উপজেলা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.টি.এম. শাহজালাল মিল্লাত, অভিভাবক সদস্য মো. আব্দুস সোবাহান, মো. নুরুন্নবী সরকার, স্কুল শিক্ষক ও নারী নেত্রী অঞ্জলী রানী দেবী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে জাতীয় উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই স্কুল ছাত্রীদেরকে পাঠপুস্তকের পাশাপাশি যেসব মহিয়সী নারীরা জাতিকে এগিয়ে নিয়ে গেছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে।
নারী-পুরুষের সমতা ও সুবিধাবঞ্চিত সব জনগোষ্ঠীসহ সব নাগরিকের সমান মর্যাদা ও অধিকারের নিশ্চয়তার প্রতিফলন ঘটে ’৭২-এ রচিত সংবিধানে। এ দেশের নারী সমাজকে তার বৈষম্যমূলক অবস্থান এবং সাংবিধানিক অধিকার সম্বন্ধে সচেতন করে তোলায় আজকের অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে ৩ শতাধিক ছাত্রী ও স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।