ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

নিকলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নিকলী প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১০ মার্চ ২০২৩ ১০:২০:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই  স্লোগানকে সামনে রেখে, কিশোরগঞ্জ নিকলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ ,নিকলী উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার বেলায়েত হোসেন,

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: কে এম তানজিল নাঈম, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন সরকারী কর্মকর্তা জিল্লুর রশিদ,নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের

প্রধান শিক্ষক মোহাম্মদ সাফীউদ্দিন,

উপজেলা ফায়ার সার্ভিস অফিসার মোঃ রুস্তম আলী,মাহফুজুর রহমান, সাদ্দাম হোসেন,নিকলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়দেব আচার্য, নিকলী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ হাবিব মিয়া, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়।