ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

নিকলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিকলী প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৭ মার্চ ২০২৩ ০৮:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

কিশোরগঞ্জ নিকলীতে ১৭ই মার্চ জাতির পিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ই মার্চ সকাল ৭ টার দিকে নিকলী উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১০টায় নিকলী উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে, নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউ ডি এফ দূর্গা রানী সাহা ও মাশুকুর রহমান জুটন, এসময়ে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভুঞা (জনি), নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন, নিকলী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফ, নিকলী থানার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার মোঃ বেলায়েত হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: কে এম তানজিল নাঈম,উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিকী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সোহাগ মিয়া, সমাজ সেবা অফিসার মোঃ আসিফ ইমতিয়াজ মনির, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুজ্জামান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার মোঃ রুস্তম আলী ,নিকলী জি.সি. পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ,নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাফীউদ্দিন, উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধা ,সাংবাদিক শেখ উবাইদুল হক সম্রাট, সাংবাদিক জয়দেব আচার্য, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা ও উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। এ সময় বক্তব্য বলেন, বঙ্গবন্ধু যে অবিসংবাদিত নেতা তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। বঙ্গবন্ধু শিক্ষকদের যে শুধু সম্মানের আসনে তুলে ধরেছেন তাই নয় বরং চতুর্থ শ্রেণীর কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য ছাত্রত্বও হারিয়েছেন। বঙ্গবন্ধুর জীবনাদর্শ পর্যালোচনা করলে দেখা যায় তিনি কখনো কারও সঙ্গে কটু কথা বলেননি, কারও সঙ্গে ঝামেলা করেননি। সংগঠন করেছেন নেতৃত্ব দিয়েছেন, কখনো চাঁদাবাজি করেননি। তিনি সব সময় মেহনতী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের জন্য কাজ করেছেন- এটাই বঙ্গবন্ধু।