অনেক জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল টেকনাফ উপজেলা বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলন। ১ লা জুলাই বিকাল হ্নীলায় এসিআই গোডাউন হল হলরুমে উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের সাবেক সাংসদ শাহ জাহান চৌধুরী বলেন,- ভোটার বিহীন সরকার জনপ্রিয়তা হারিয়ে দেওলিয়া হয়ে পাগলের প্রলাপ বকছে।
ক্ষমতায় ঠিকে থাকতে বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা দিয়ে ক্ষমতায় ঠিকে থাকতে চাই। কিন্তু শাহ জাহান চৌধুরীর ঘাটি উখিয়া টেকনাফের জনগণকে মামলা হামলা দিয়ে জাতীয়তাবাদী আদর্শ থেকে দূরে রাখা যাবেনা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন, অন্যথায় জনগণ টেনে হিছড়ে ক্ষমতা থেকে নামাবে।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাঃ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, - কক্সবাজার জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি ও মহেশখালী কুতুবদিয়ার সাবেক সাংসদ এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমেদ, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাঃ সম্পাদক সোলতান মাহমুদ, জেলা যুবদলের সভাপতি এড সৈয়দ আহমদ উজ্জ্বল, টেকনাফ উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ হাশেম সিআইপি, সাবপক সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, সাঃ সম্পাদক আকতার হেসেন বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক রাসেল, জেলা ছাত্রদলের সাঃ সম্পাদক ফাহিমুর রহমান, টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. সেলিমুল মোস্তফা, যুগ্ন সম্পাদক মোঃ আলী মেম্বার, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনি, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আলী আকবর মেম্বার, সাঃ সম্পাদক হেলাল উদ্দিন, উত্তর শাখার সভাপতি হাজী ফিরোজ আহমদ, সাঃ সম্পাদক দিল মোঃ মেম্বার, হ্নীলা দক্ষিণ শাখার সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাঃ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, উত্তর শাখার সভাপতি আলী আহমদ মেম্বার, সাঃ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, শাহ পরীর দ্বীপ ইউনিয়ন সভাপতি মোঃ ইসমাইল মেম্বার, সাঃ সম্পাদক ইউসুফ জলাল, সেন্টমার্টিন ইউনিয়ন সভাপতি নুরুল আলম, সাঃ সম্পাদক আবুল কালাম, বাহার ছড়া দক্ষিণের সভাপতি সৈয়দ হোছাইন মেম্বার, সাঃ সম্পাদক সৈয়দ হোছাইন, উত্তরের সাঃ সম্পাদক ছাবের আহমেদ, সাবরাং ইউনিয়ন বিএনপির সভাপতি মাঃ আব্দুল গফুর সাঃ সম্পাদক ইমাম হোছাইন, সদরের সভাপতি আব্দুল গফুর, সাঃ সম্পাদক মোঃ তাহের উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এড. রশিদুল আলম চৌধুরী, শ্রমিকদলের সভাপতি হোছাইন আনীম , উখিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন, টেকনাফ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদসহ ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন কাউন্সিলরগণ সর্বসম্মতিক্রমে হাত তুলে জেলা বিএনপির সভাপতিকে নতুন নেতৃত্ব নির্বাচনের ভার প্রদান করেন।