ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নির্বিচারে তালগাছ কেটে ফেলায় পরিবেশবাদীদের মানববন্ধন

এম রাসেল আহমেদ, জয়পুরহাট : | প্রকাশের সময় : সোমবার ২ অক্টোবর ২০২৩ ০৭:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে পাঠানপাড়া বাজার রাস্তার পাশে প্রায় ৫০ টি তালগাছসহ প্রায় ১০০ টি গাছের মাথা কেটে ফেলেছে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। নির্বিচারে এসব গাছের মাথা কেটে ফেলার প্রতিবাদে পরিবেশবাদী, সামাজিক সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন ও শুভ সংঘ এর আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শতাধিক স্বেচ্ছাসেবী ও সাধারন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
 
সোমবার (২রা অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার নিশ্চিন্তা-পাঠানপাড়া সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
 
এ সময় সেচ্ছাসেবীরা জানান, বেশ কিছুদিন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় উপজেলার গণমঙ্গল বাজার সাব স্টেশনের বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচের বা পাশের ঝুঁকিপূর্ণ  গাছের ডাল পালা পরিষ্কারের কাজ চলছিল। আজ সোমবার সকাল থেকে গণমঙ্গল বাজার সাব স্টেশন থেকে পাঠানপাড়া বাজার রাস্তার পাশের সঞ্চালন লাইন পরিষ্কার করতে গিয়ে ঝুঁকিপূর্ণ নয় অথচ পরিবেশ বান্ধব ও বজ্রপাত নিরোধক তালগাছের ডালসহ মাথা একেবারে কেটে ফেলেছে। যা অন্যায় এবং পরিবেশের অন্য হুমকি স্বরূপ। এই ব্যাপারে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ না থাকায় তারা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরেছেন।
 
স্থানীয় একজন জানায়, এই তালগাছগুলি ১০-১২ বছর আগে রোপন করা হয়েছিলো। আর এই বিদ্যুতের লাইন টানা হয়েছে ২/৩ বছর আগে। তালগাছ বজ্রপাত নিরোধক ও পরিবেশ বান্ধব অথচ পল্লী বিদ্যুতের লোকজন আজ সকাল ১১ টার দিকে এসে শুধু ডাল না কেটে তালগাছের মাথাসহ কেটে ফেলেছে। তারা কাজটি ঠিক করেনি।
 
 
2-985
পরিবেশবাদী ও শুভ সংঘের সভাপতি এম রাসেল আহমেদ বলেন, আমরা পরিবেশ রক্ষায় দীর্ঘদিন যাবত তাল বীজ সহ পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের গাছ রোপন করে চলেছি এবং এসবের পরিচর্যায়ও কাজ করছি। কিন্তু কিছু অসচেতন মানুষ এসবের মূল্য না বুঝে বৃক্ষ নিধন করছে। এই বিদ্যুতের খাম্বাগুলো পোঁতার সময় আমরা প্রতিবাদ করেছিলাম যাতে গাছের উপর দিয়ে লাইন না টেনে গাছ থেকে একটু দূরে পোঁতা হয়। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। আজও গাছগুলোর মাথা কাঁটার সময় আমরা বাঁধা দিয়েছি কিন্তু তারা শুনেনি। 
 
উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, তারা বিদ্যুতের সঞ্চালন লাইন পরিষ্কারের নামে ঝুঁকিপূর্ণ নয় এমনও শত শত বৃক্ষ নিধন করছে। সরকার  সামাজিক বনায়ন বৃদ্ধিকল্পে কোটি কোটি টাকা খরচ করে রাস্তা-ঘাট, বাঁধে বৃক্ষ রোপণ করছে রোপণের করছে এবং জনগণকে উৎসাহিত করতে বিনামূল্যে গাছ বিতরণ করছে। অথচ কতিপয় অসচেতন লোকজন নির্বিবারে বৃক্ষ নিধন করছে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এমন কর্মকান্ডের জন্য  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।