ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

নির্মাণাধীন স্কুল ভবনের পাইলিংয়ের গর্তে পড়ে শিশু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২১ নভেম্বর ২০২২ ০৩:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার বাসুদেবপুর গ্রামের নির্মাণাধীন একটি বিদ্যালয়ের পাইলিংয়ের গর্তে পড়ে তাসকিনুর রহমান নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে।
 
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাসকিনুর রহমান ওই গ্রামের রিপন হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানান, গ্রামের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। রোববার বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলার সময় ওই শিশু গর্তে পড়ে যায়। এ সময় তার বোন বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
 
ফায়ার সার্ভিস কর্মী সাইদুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে পৌঁছান। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুঁড়ে রাখা ওই গর্তটি অন্তত ২০ ফুট গভীর হবে বলেও জানান এই ফায়ার সার্ভিসকর্মী।
 
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের কেউ কোনো মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।