ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

নড়াইল পৌর মেয়রের ওপর সন্ত্রাসী হামলা : আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ মে ২০২২ ০৪:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার ওপর সন্ত্রাসী হামলা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌরবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১০ মে) দুপুরে শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে আদালত চত্বর পর্যন্ত বিশাল এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হালকা বৃষ্টির মধ্যেও প্রায় দুইঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল হক, রেজাউল বিশ্বাস , কাউন্সিলর শরফুল আলম লিটু, ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, শ্রমিক নেতা মশিয়ার রহমান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, সদস্য হাফিজ খান মিলন, বিপ্লব বিশ্বাস বিলো, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সহ-সভাপতি মেশকাতুল ওয়াজিন লিটু, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, নারীনেত্রী রওশন আরা কবির লিলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২৬ এপ্রিল দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উচ্ছ্বাস আলম ও সাবেক ছাত্রলীগ নেতা শাওন পৌর কার্যালয়ে মেয়রকে গালিগালাজসহ চাঁদা দাবি করে। ঘটনার পরেরদিন মেয়র বাদী হয়ে ওই তিনজনের নামে মামলা দায়ের করেন। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন। বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও অবগত করা হয়েছে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।