ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

নড়াইলে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : বুধবার ২৩ নভেম্বর ২০২২ ০৯:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

নড়াইলে জেলা পর্যায়ে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক রায়, সদর উপজেলা ইউএনও সাদিয়া ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মারুফ হাসান, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেনসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সী আসাদুর রহমান। দু’দিনব্যাপী এ মেলায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী ৩২টি স্টল রয়েছে। এর আগে গত রোববার (২০ নভেম্বর) উপজেলা পর্যায়ে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন মাশরাফি বিন মর্তুজা এমপি। #