নড়াইলে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শারমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, সহ-সভাপতি হোসনে আরা, নির্বাহী কমিটির সদস্য সালমা রহমান কবিতা, ক্রীড়াব্যক্তিত্ব সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, আব্দুর রশিদ মন্নুসহ অনেকে।
অনুষ্ঠানে ৪০ জনের মাঝে ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলার সামগ্রী বিতরণ করা হয়। #