নড়াইলে পাঁচদিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিসিক জেলা কার্যালয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিসিক) নড়াইলের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামসহ বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণ শেষে ২৯ জন উদ্যোক্তাকে সনদপত্র বিতরণ করা হয়।