ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নড়াইলের দিঘলিয়ায় জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : শুক্রবার ১২ মে ২০২৩ ১০:১০:০০ পূর্বাহ্ন | দেশের খবর



নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম ওহিদুর রহমানসহ পরিষদের মেম্বাররা।

মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, জনপ্রতিনিধিদের জনগণের সেবক হতে হবে। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মাদক, বাল্যবিয়ে, হানাহানি বন্ধ করে সুন্দর সমাজ গড়তে হবে।

জনপ্রতিনিধিরা জানান, ইউনিয়নবাসীর কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন। তবে মাদকের বিস্তাররোধে বড় চ্যালেঞ্জ জীবনের নিরাপত্তা। কারণ, মাদক কারবারিরা সহজে জামিন পেয়ে এলাকায় এসে আবার মাদক বেচাকেনা শুরু করে। বারবার বাঁধা দেয়ায় তাদের (জনপ্রতিনিধি) ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

এছাড়া জেলা প্রশাসক দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া এলাকায় বোরো ধানক্ষেত পরিদর্শন, দিঘলিয়া ইউনিয়ন ভূমি অফিস, দিঘলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় যান। #