ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১
আ'লীগের মনোনয়ন পেলেন মুক্তি ও মাশরাফি

চতুর্থবারের মতো এমপি হবেন মুক্তি, মাশরাফি দ্বিতীয়বার

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ০৭:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে নড়াইল-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন-বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এমপি। মনোনয়ন পাওয়ার খবরে নড়াইলের দু’টি আসনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাস করেন। অনেক এলাকায় আতসবাজি ফোটান।

এদিকে, দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলে চতুর্থবারের মতো এমপি হবেন কবিরুল হক মুক্তি। এ আসনে আ’লীগের মনোনয়ন ফরম কেনেন ১১জন।  

অন্যদিকে, এবার বিজয়ী হলে দ্বিতীয়বারের মতো এমপি হবেন মাশরাফি বিন মর্তুজা। এখানে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ২২জন।
জাতীয় নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে।