ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে আলোচনা সভা

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৭:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে উপজেলার আওয়ামী লীগের ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির।

আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তুষার। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ হারিজউজ্জামান খাঁন হারিজ, মোঃ খাত্তাব মোল্লা কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর,

কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিক দেওয়ান, কালিয়াকৈর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন রানা, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন মাহমুদ (দ্বীপ) কালিয়াকৈর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেকসহ আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দরা।