ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ ০৪:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুর সদর উপজেলায় বিল্লাল চৌধুরী (৩৩) নামে এক যুবককে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল চৌধুরী উপজেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৪টার দিকে মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী নামে এক যুবক ধরা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ সালাম সিকদার বলেন, গেরদা গ্রামের দরগা বড়বাড়ি হিসেবে পরিচিত ইসরাইল মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী ধরা পড়ে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গণপিটুনিতে নিহত বিল্লাল চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে