ফরিদপুরে সুলভ মূল্যে ডিম এবং সয়াবিন তেল বিক্রি করছেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে ভোক্তারা বাজারে নির্ধারিত মূল্য থেকে কিছু কম দামে এসব পণ্য ক্রয় করতে পারছেন।
সোমবার (১৮ই নভেম্বর) সকাল থেকে শহরের প্রানকেন্দ্র নিউমার্কেট সামনে এসব পণ্য বিক্রি করতে দেখা যায়।
ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র সাইফুল ইসলাম জানান, জনগণের যাতে একটু লাভ হয়, তাদের এ পণ্য গুলো ক্রয় করতে একটু খরচ কমানোর জন্য আমরা এ উদ্যেগ গ্রহণ করেছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।
সাধারনত ১ হালি ডিম বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকা আমরা ৪৮ টাকায় বিক্রি করছি এবং ২ লিটার তেলে বাজারের নির্ধারিত মূল্য থেকে ১৫ টাকা কম নিচ্ছি।
বাজারে ২ লিটার তেল ৩৪০ টাকা এবং আমরা ভোক্তার কাছে ৩২৫ টাকায় বিক্রি করছি। এতে জনগণ উপকৃত হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যহত রাখব।
রাজেন্দ্র কলেজে অনার্সের শিক্ষার্থী তাবাসসুম সিনথিয়া জানান, জনগণের ভোগান্তি কমানোর জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে ডিম, তেল কিনছে এবং এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছে।