ফুলবাড়িয়া কলেজে দীর্ঘ প্রত্যাশিত দৃষ্টিনন্দন মেইন গেট নির্মাণ কাজ ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কলেজের গেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বাংলাদেশ কাস্টমস শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় বিদ্যুৎসাহী সদস্য ও আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ, গভর্ণিং বডির সদস্য ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, এডঃ মফিজ উদ্দিন মন্ডল, মো. গোলাম মোস্তফা, ডা. সেলিম রেজা, চান্দালী সরকার, শফিকুল ইসলাম তোতা, প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম নয়ন, শিক্ষক প্রতিনিধি সাইফুন নাহার উপস্থিত ছিলেন।