বগুড়ার শিবগঞ্জে উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী ও এক ব্যক্তিকে আটকে রেখে দোররা মেরে গ্রাম ছাড়ার ঘটনায় শিবগঞ্জ থানায় সোমবার রাতে মামলা দায়ের হয়েছে। এঘটনায় পুলিশ স্থানীয় ইউপি মেম্বার জিল্লুর রহমান(৪৬) ও ফতোয়া দানকারী ইমাম মাওলানা শাহিনুর রহমান(৪০)সহ ৬ জনকে গ্রেফতার করেছে। বাড়িতে দলবদ্ধভাবে অনাধিকার প্রবেশ করে অন্যায় ভাবে আটক রাখা, মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় মোট ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনসহ মোট ২৩ জনকে আসামী করা হয়েছে। সোমবার রাতেই পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্য ৪ জন হলো- মোজাম্মেল ওরফে মোজাম(৭০), তোজাম মন্ডল(৬২), মোজাফ্ফর মন্ডল(৬৫) ও মোঃ ইলিয়াছ আলী ফকির(৫৫)।
উল্লেখ্য শিবগঞ্জের বেতগাড়ি মালোগাড়ি গ্রামের এক প্রবাশীর স্ত্রীর বাড়িতে প্রতিবেশী ভাতিজা এক ব্যক্তির যাতায়াত নিয়ে অনৈতিক সর্ম্পকের অভিযোগ এনে শনিবার রাতে তাদের আটক করা হয়। সারারাত আটকে রেখে রবিবার গ্রামে শলিস হয়। প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক করা ব্যক্তিও বিবাহিত। শালিসে তাদের জোরপুর্বক তালাক, বিয়ে ও ১০১টি দোররা মারাসহ মারপিট করে গ্রাম থেকে বের করে দেয়া হয়। মামলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ করা হয়েছে। নির্যাতনের বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার পুলিশ অভিযানে নামে এবং রাত পর্যন্ত ৬ জনকে আটক করে। সুত্র জানায় এবিষয়ে মামলা ও গ্রেফতার হলেও মঙ্গলবার পর্যন্ত নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী ও ওই ব্যক্তি গ্রামে ফিরতে পরেননি সামাজিক লজ্জা ও লোকজনের ভয়ে। তারা শিবগঞ্জ উপজেলা সদরে রয়েছেন। শিবগঞ্জ থানার ওসি মঙ্গলবার জানিয়েছেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।