ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বগুড়ায় কুপিয়ে আওয়ামী লীগ নেতার হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বৃহস্পতিবার রাতে বগুড়ার সদরের ঝোপগাড়ি এলাকায় মিলন মন্ডল(৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। তাকে গভীর রাতে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান হয়েছে।

ঝোপগাড়ি এলাকার মৃত মফিজ মন্ডলের ছেলে মিলন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দা হাসান ববির অধিনে তিনি বিভিন্ন কাজ করতেন। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রী। শুক্রবার রাত ৯টার দিকে মিলন তার এক ফুপাত ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বাড়ির নিকট এক দোকানে চা খাওয়ার সময় পুর্ব বিরোধে তার ওপর ৩/৪ জন সন্ত্রাসী হামলা চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে কোপায়। সন্ত্রাসীরা কুপিয়ে তার হাতের রগ কেটে দেয়। হাত ও পা’র বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকায় পাঠান হয় বলে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন। পুলিশ জানায়, হামলাকারীরা মিলনের পরিচিত। একটি ভবনের লিফট সরবরাহের পাওনা টাকা নিয়ে বিরোধে এই হামলা হয় বলে পুলিশ ও পারিবারিক সুত্র জানিয়েছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ জানিয়েছেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।