বগুড়ায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময় নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছেন। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার এই ডেঙ্গু পরিস্থিতির বিষষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস। বগুড়ায় এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাড়াল ৮ ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া মিনি খাতুন(৫৫) ও একরামুল(৬৮) নামে ২ জন মারা যান। এছাড়া ৬৪ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বগুড়া মেডিক্যাল কলেজ(শজিমেক) হাসপাতালে ২৫ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৪ এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বেসকারী হাসপাতালে গুলোতে চিকিৎসাধীন রয়েছে ২৫ জন। বগুড়া সিভিল সার্জন ডাঃ শফিউল আজম ডেঙ্গুর বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে জ¦র হলে চিকিৎসকের পরামর্শসহ বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়েছেন।