ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ ০২:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়া জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় বগুড়া সদর উপজেলা বালিকা দল গাবতলী উপজেলা বালিকা দলকে ৪-১ গোলের ব্যবধানে ও দিনের ২য় খেলায় বগুড়া পৌরসভা বালক দল গাবতলী উপজেলা বালক দলকে ট্রাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর সার্কেল শরাফত ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম বাবু ও শহিদুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। এই টুর্ণামেন্টে বগুড়া পৌরসভাসহ ১২টি উপজেলার মোট ২৬টি দল (বালক ১৩টি ও বালিকা ১৩টি) অংশগ্রহণ করে।