ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

বগুড়ায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ২৩ নভেম্বর ২০২২ ০৯:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক হত্যা মামলার রায়ে আদালত ৬ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলো- আফজাল হোসেন, জাহিদুল ইসলাম,সাইফুল, আসমা, আলম ফকির ও গুলজার রহমান। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত(৩) বুধবার এই রায় দেন। 

মামলা সুত্রে জানা যায় ১৯৯৮ সালের ২৮ অক্টোবর রাতের যে কোন সময় আসামীরা উপজেলার বিল হামলা গ্রামের এক চাতালের নৈশ প্রহরী আব্দুল জব্বারকে হত্যা করে। অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম জানান, আসামীরা ওই চালকল ও চাতালের বৈদ্যুতিক মটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নেয়ার সময় নৈশ প্রহরী তাদের বাঁধা দেয়। এতে প্রহরীকে হত্যা করে বস্তায় রেখে আসামীরা চলে যায়। পুলিশ পরের দিন লাশ উদ্ধার করে। এ বিষয়ে মিল মালিক শরীফ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে পরের বছর জুন মাসে চার্জশীট দাখিল করে। তিনি জানান, রায়ে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডাদেশ প্রাপ্তদের মধ্যে ২ জন পলাতক রয়েছে।