ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ০৫:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৪) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্ন্যার দোকান এলাকার বাসিন্দা নেজাম উদ্দিনের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৈশাখী খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেনের স্ত্রী। মোশাররফ বাঁশখালীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানিতে এমআর পদে কর্মরত।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ৬ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ওষুধ কোম্পানি ইনসেপ্টার এম আর হিসেবে বাঁশখালীতে দায়িত্ব পালন করার সুবাদে গুণাগরীস্থ একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী একসাথে বসবাস করতেন। মোশাররফ হোসেন তার কর্মস্থল ইনসেপ্টার মাসিক মিটিংয়ে চট্টগ্রামে গেলে স্ত্রী বৈশাখী খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ভবনের অন্য ভাড়াটিয়ারা জানান, সকালে দরজার বাইরে তিন বছরের ছোট্ট ছেলেকে কান্নাকাটি করতে দেখে বৈশাখীকে অনেক ডাকাডাকি করি। দরজার সামনে গিয়ে ধাক্কা দিয়ে দরজা খোলার পর দেখি সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৈশাখীর লাশ ঝুলছে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন এসে জড়ো হয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত বৈশাখী খাতুনের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ