ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপ অধিবেশনে আহসানুল ইসলাম টিটু এমপি

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ ০৭:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর
বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের ১১তম অধিবেশনে অংশগ্রহণ করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। শুক্রবার (৬ অক্টোবর) সিলেট এর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপ ২০২৩-এর ২য় দিনের অধিবেশনে সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত থেকে টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এমপি টিটু। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়া সমৃদ্ধি ও স্থিতিশীলতার নীতি অনুসরণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা শান্তির সংস্কৃতি প্রচারের মাধ্যমে এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলছি। দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করাই এই সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য।
 
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সভাপতিত্ব দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং অধিবেশন চেয়ারম্যান শ্রী শোরাইয়া ডোভাল। এছাড়াও অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।