ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বামনায় সড়ক দুঘর্টনায় এনএসআই মাঠ কর্মী নিহত

মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা (বরগুনা) প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ৭ অক্টোবর ২০২৩ ০৩:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

বরগুনার বামনা উপজেলার বামনা পাথরঘাটা সহাসড়কের চাড়াখালী নামক স্থানে ফায়ার সার্ভিস সংলগ্ন ট্রাক ও মটর সাইকেলের মুখামুখী সংঘর্ষে বরগুনার জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র মাঠ কর্মী জয়দেব নিহত হয়। আর এক মাঠ কর্মী মোঃ মেহেদী হাসান গুরুত্বর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

2-1070

ঘটনা সূত্রে জানাযায়  আজ শনিবার দুপুর ১টায় সময় এনএসআই’র মাঠ কর্মীরা বরগুনা থেকে বামনা সদরে উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য মটর সাইকেল যোগে আসার পথে উপজেলার চাড়াখালী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন মহা সড়কে পৌছালে পাথরঘাটাগামী একটি ট্রাকের সাথে মুখামুখী মটর সাইকেলের সংঘর্ষ হলে । এনএসআই’র মাঠ কর্মীরা গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বামনা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জয়দেবকে মৃত্যু ঘোষনা করেন এবং গুরুত্বর আহত মোঃ মেহেদীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম জানান লাশ হাসপাতালে রাখা হয়েছে। এনএসআই’র কর্তৃপক্ষ আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত এনএসআই’র মাঠ কর্মী জয়দেব এর বাড়ি চট্টগ্রামের পাচলাইস থানায় এবং আহত মোঃ মেহেদীর বাড়ির পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলায়।