ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ০৫:২৩:০০ অপরাহ্ন | জাতীয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়েছে।   চার দিনব্যাপী এ কর্মসূচি চলবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।

জানা যায়, গত শনিবার থেকে উপজেলার ৮ ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে ১৯৩টি কেন্দ্রে একযোগে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলায় ৩২ হাজার ৩৬১ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আলমাস জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ হাজার ৬৮৩ জন শিশুকে নীল রঙের ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট (আইইউ) ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল এবং ২৯ হাজার ৬৭৮ জনকে লাল রঙের ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে দুই দিনে অর্ধেক শিশুকে খাওয়ানো হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। অভিভাবকদের নিকটস্থ কেন্দ্র শিশুদের নিয়ে উপস্থিত হয়ে ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানান তিনি।