বিএনপি অভিযোগ করেছে, বর্তমান সরকার পরিকল্পিতভাবে পাঠ্যবইয়ের মাধ্যমে ইতিহাস বিকৃত করছে এবং দলের সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে।
আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নবম-দশম শ্রেণির ‘পৌরনীতি ও নাগরিকতা’ বইয়ে বিএনপিকে সেনা ছাউনিতে গঠিত দল হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।
তিনি বলেন, "বিএনপি ১৯৭৮ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু শেখ হাসিনার মিথ্যা প্রচার আজও পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে।"
রিজভী আরও অভিযোগ করেন, প্রশাসনের কিছু অংশ ফ্যাসিবাদী শক্তির হয়ে কাজ করছে এবং শেখ হাসিনার শাসন পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভ্যাট নিয়ে জনগণের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত পাঠ্যবই সংশোধনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান, সহ প্রচার আসাদুল করিম শাহীন, কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ প্রমুখ।
বায়ান্ন/এসএ/পিএইচ