ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উৎযাপন

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ৮ মে ২০২৩ ০৯:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর


২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী। তিনি ভারত উপমাদেশের কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ সম্ভান্ত্র হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। তিনি নানা গুনের অধিকারী একাধারে তিনি কবি,ঔপন্যাসিক, চিত্রশিল্পী, সংগীত রচয়িতা, নট্যকর,প্রাবন্ধীক,দার্শনিক, ছোটগল্পকার ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারাদাদেবী।

জমিদারি কাজের সুবিধার্থে ১৮৭৬ বঙ্গাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে পদ্মা পাড়ে কবির ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ও জ্যোতিরিন্ত্রনাথ সহ কবি পরিবারের কয়েকজন আসেন।শিলাইদহের সৌন্দর্যের প্রেমে পড়ে তারা সেখানেই থাকতে শুরু করেন। এরপর ১৮৯২ বঙ্গাব্দে জমিদারি দেখা শোনার দায়িত্ব নিয়ে কবি কুষ্টিয়া আসেন।

শিলাইদহ বসেই কবি গীতাঞ্জলীর বেশিরভাগ লেখা শেষ করেন। কথিত আছে সোনার তরী' 'চিত্রা', 'ক্ষণিকা', 'খেয়া', 'বলাকা' 'গল্পগুচ্ছ', 'চোখের বালি', 'গোরা', 'গীতাঞ্জলি', 'গীতিমাল্য' রচনা করেন শিলাইদহে বসে। রবীন্দ্রনাথের বিখ্যাত কিছু গান রচনা করেন পদ্মাপাড়ের শিলাইদহে বসে।

কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের মৃত্যুর পর থেকে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করে আসছে  রবীন্দ্র জন্মজয়ন্তী কমিটি ও জেলা প্রশাসক। কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে ১৬২ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ এমপি কুষ্টিয়া -৩ ও যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ কাঃ মঃ সারোয়ার জাহান বাদশা এমপি কুষ্টিয়া -১, ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ এমপি কুষ্টিয়া -৪, সদর উদ্দিন খান সভাপতি জেলা আওয়ামী ও চেয়ারম্যান জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সাধারণ সম্পাদক জেলা আওয়ামী, আতাউর রহমান আতা চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, রাশেদুল ইসলাম বিপ্লব সভাপতি কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)। সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম জেলা প্রশাসক কুষ্টিয়া। আলোচনা অনুষ্ঠান শেষে রবীন্দ্র সংগীত ও নৃত্যাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।