বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কুটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলা পৌর সদরে সাধারণ শিক্ষার্থী ও জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাহবুব ্হাসান,ফয়েজ মোমেন, ইয়াসিন , মুন্তাছির তাইয়্যিব- আকাশ হোসেন রায়হান, মশিউর রহমান সিফাত মো: শাহরিয়াল নাফিজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা:)কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে।
বক্তরা আরো বলেন, এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। রাসুল (সা:) কে অবমাননার বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার ও মৃত্যু দন্ডের দাবি করছি এবং আমেরিকা, ইজরাইল ও ভারতের পণ্য প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা। আলোচনা শেষে হযরত মুহাম্মদ( সাঃ) ও মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।