ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বেতন নিয়ে দ্বন্দ্ব, পরিবহন শ্রমিক খুন, গ্রেপ্তার ১

আব্দুল কাইয়ুম,সাভার (ঢাকা) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর
বেতনের সাড়ে ৯ হাজার টাকা না পেয়ে বাস ভাড়ার ৮ হাজার টাকা নিয়ে চলে গিয়েছিল পরিবহন শ্রমিক আপন দুই ভাই বিজয় ও হৃদয়। পরে সেই টাকার জন্য বাসের ব্যবস্থাপক বিপ্লবসহ আরও কয়েকজন হামলা চালায় দুই ভাইয়ের উপর। পরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিজয়। এ ঘটনায় ভুক্তভোগীদের মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানা পুলিশ বিপ্লবকে গ্রেপ্তার করেছে। 
 
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন। এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিপ্লবকে।
 
নিহত পরিবহন শ্রমিক হল আশুলিয়ার চারিগ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে জয়নাল আবেদিন বিজয় (২৩) ও 
গুরুতর আহত তার ভাই হৃদয় হোসেন (১৮)।
 
আসামীরা হল, ইতিহাস পরিবহনের একটি বাসের ব্যবস্থাপক আশুলিয়ার জিরানী এলাকার ইদ্রিস আলীর ছেলে বিপ্লব(৩৫), সাকিল (১৮), সাঈম (১৯) ও অজ্ঞাত কয়েকজন।
 
এজাহারসূত্রে জানা যায়, বিজয় ও হৃদয় ইতিহাস পরিবহনের একটি বাসে কন্ট্রাক্টর ও হেলপার হিসেবে কাজ করতেন। তাদের দুজনের মোট বেতন ছিল সাড়ে ৯ হাজার টাকা। কিন্তু বাসটির ব্যবস্থাপক বিপ্লব তাদের বেতনের টাকা না দিয়ে বেশ কিছুদিন যাবৎ তাদের ভয়ভীতি দেখাচ্ছিল। পরে গত ১৩ সেপ্টেম্বর গাড়ির ভাড়া ৮ হাজার টাকা জমা না দিয়ে বাসায় চলে যায় বিজয় ও হৃদয়। বাসের চালকের কাছ থেকে এ কথা শুনে তাদের খুঁজতে থাকে ব্যবস্থাপক বিপ্লব। পরদিন ১৪ সেপ্টেম্বর আশুলিয়ার নবীনগর এলাকায় হৃদয় ও বিজয়কে দেখতে পেয়ে হামলা চালায় ওই বাসের ব্যবস্থাপক বিপ্লব ও তার সহযোগীরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিজয়। পরে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন তাদের মা ঝর্ণা বেগম।
 
আশুলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই আনোয়ার হোসেন বলেন, সকালে অভিযান চালিয়ে বিপ্লব নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আসামীকে রিমান্ড আবেদন করে আগামীকাল আদালতে পাঠানো হবে।