ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বেনাপোলে কৃতি সন্তান সংবর্ধিত ফুটবলার রাহুল

মনির হোসেন, বেনাপোল (যশোর) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪২:০০ অপরাহ্ন | খুলনা
ভুটানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার ৯সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় দেশে পা রাখে দলের খেলোয়াড়রা। এই দলে ছিলেন যশোরের শার্শা উপজেলা বেনাপোল পৌরসভা  কৃতি সন্তান রাব্বি হোসেন রাহুল।  আজ মঙ্গলবার ১০সেপ্টেম্বর  বিকেলে বেনাপোল ফুটবল ময়দানে (বলফিল্ড) বর্তমান খেলোয়াড়দের দ্বারা সংবর্ধিত হয়েছেন।
সম্প্রতী শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। সেই দলে ছিলেন  উপজেলার বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাফ ফুটবল ভবেরবেড় গ্রামের মৃত্যু লাল মিয়ার ছেলে, তরুণ এ ফুটবলার। এর আগে জাতীয় দলে ডাক পেলেও মাঠে নামা হয়নি। এবার ভুটানের মাঠিতে দু’টি প্রীতি ম্যাচে বদলী হিসেবে মাঠে নামেন।
 
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই মোরসালিনের গোলে জয় নিশ্চিত করেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে আবারও ভুটান ট্র্যাজেডির জন্ম নেয়। ভুটানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বসে বাংলাদেশ।
বেনাপোলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, আলহাজ্ব নূর ইসলাম ফুটবল  একাডেমীর খেলোয়াররা ক্যাপ্টেন তারিকআজিজ রনি সহকারি ক্যাপ্টেন কিশোর দেবনাথ, মুস্তাফিজুর রহমান মুক্তার , হৃদয় হোসেন বাবু, রাকিব, তানজিম,অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুল  ইসলাম শাহিন সহ-সভাপতি  মোঃ মনির হোসেনসাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,  সহ: দপ্তর সম্পাদক সংগ্রাম হোসেন প্রমুখ।



সবচেয়ে জনপ্রিয়