ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বুধবার ২০ নভেম্বর ২০২৪ ০৩:২১:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৪৩ লাখ টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধার হওয়া এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে।

বুধবার (২০ নভেম্বর) সকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এক হাজর ১২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ইমামি সেভেন অয়েল ও কিউকারপিন হেয়ার অয়েল উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

 

বায়ান্ন/এসএ