ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

ভাতিঝি জামাইয়ের হামলায় চাচা শ্বশুর আহত

কামরুল হাসান, জামালপুর: | প্রকাশের সময় : শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ০৯:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া সাধুরপাড়ায় শুক্রবার রাতে ভাতিঝি জামাইয়ের হামলায় চাচা শ্বশুর আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

স্থানীয়সূত্রে জানা যায়, ১২-১৩ বছর আগে ওই গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে কাঞ্চন বেগমের সাথে প্রতিবেশি বিলাত আলীর ছেলে আনিছের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আনিছ মিয়া তার স্ত্রী কাঞ্চন বেগমকে কারনে-অকারনে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এ নিয়ে মেয়ে পক্ষ মামলাও করেছে। ফলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ চলছে। সম্প্রতি আনিছ মিয়া স্ত্রী কাঞ্চন বেগমকে মারপিট করে। এ খবর পেয়ে কাঞ্চন বেগমের চাচা হীরা মিয়া বৃহস্পতিবার আনিছ মিয়ার বাড়িতে যায়। আনিছ মিয়াকে বাড়িতে না পেয়ে তার বাবা বিলাত আলীকে গালমন্দসহ প্রহার করে চলে আসে। আনিছ মিয়া এ ঘটনা জেনে হীরা মিয়ার উপর প্রতিশোধ নেয়ার ফন্দি আঁটে। সে শুক্রবার রাতে হীরা মিয়ার বাড়ির রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে। ঘটনার সময় হীরা মিয়া বাড়ি ফেরার পথে সুযোগ বুঝে আনিছ মিয়া ধারালো দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিতে হামলা চালায়। এতে হীরা মিয়া মারাত্মক আহত হয়। আহতকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন আছে।