ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

মনিরামপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : রবিবার ২২ অক্টোবর ২০২৩ ০৭:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বিস্তারিত কর্মসূচীর মধ্যদিয়ে রোববার (২২ অক্টোবর) সকাল ১০টায় মনিরামপুরে এ দিবস পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিলো- মনিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শপথবাক্য পাঠ, সড়ক র‌্যালি, নাগরিক সমাজের অংশগ্রহণে সমাবেশ, পথচারীদের মাঝে লিফলেট বিতরন ও উপজেলা ব্যাপী সচেতনতা মাইকিং। নিরাপদ সড়ক চাই মনিরামপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ মুনছুর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সড়ক র‌্যালি ও সমাবেশে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান, নিসচা উপদেষ্টা অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, টি.এম. সায়ফুল আলম, মোহাম্মদ বাবুল আকতার, মোঃ শফিকুল ইসলাম, সফি সম্রাট, জয়নুল আবেদীন, মোঃ আসাদুজ্জামান, নজরুল ইসলাম গাজী, বোরহান উদ্দীন, নারীনেত্রী ডাঃ সুরাইয়া আক্তার ডেইজী, মঞ্জুর মোর্শেদ পায়েল প্রমুখ।