ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নিজেস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ৭ অক্টোবর ২০২৩ ০৩:৪৪:০০ অপরাহ্ন | গণমাধ্যম

রাজধানী মিরপুর শাহআলী থানাধীন অবস্থিত আবাসিক হোটেল নিউ লন্ডন প্যালেস অনৈতিক কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করাকালিন আনন্দ টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালায় হোটেল কর্মচারীরা। এ সময় গুরুতর আহত হন আনন্দ টিভির দুই সংবাদ কর্মী। গত সোমবার ২ অক্টোবর দুপুরে আবাসিক হোটেল নিউ লন্ডন প্যালেসে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক ও ক্যামেরাম্যান রাজু জানান, দীর্ঘদিন ধরে আবাসিক হোটেল নিউ লন্ডন প্যালেসে যৌনকর্মী দিয়ে দেহ ব্যবসা, এবং মাদক সেবনসহ মাদক ক্রয় বিক্রয় হয়ে আসছে এ ছাড়াও বিভিন্ন দালাল মারফত নানা বয়সের যৌনকর্মী সরবরাহ করে থাকেন হোটেলের কর্মরত স্টাফ। এমন খবরের সংবাদ সংগ্রহ করতে গেলে তারা অতর্কিত ভাবে হামলা চালায় হোটেলে থাকা দালাল ও কর্মচারীরা। এ হামলার ঘটনায় আহত সাংবাদিক বাদীহয়ে আবাসিক হোটেল নিউ লন্ডন প্যালেসে মালিক মোঃ মারুফসহ ৬ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে শাহআলী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২, ৩/১০/২৩। তবে মামলার চারদিন অতিবাহিত হলেও অভিযুক্ত আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এখনো অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি শাহআলী থানা পুলিশ। এর ফলে সাংবাদিক মহলে চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই দুষ্টু চক্রের বিরুদ্ধে অতি দ্রুত স্থানীয় প্রসাশন ব্যবস্থা নেবে এমটাই প্রত্যাশা সচেতন মহলের।

 

এ বিষয়ে শাহ আলী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি একজনকে ঘটনা স্থল থেকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও যে সকল আবাসিক হোটেল গুলোতে অনৈতিক কর্মকান্ড চলছে তাদের বিরুদ্ধে নিয়মিত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।