লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাই ও লায়ন্স ক্লাব চিটাগং খুলশী এর যৌথ আয়োজনে মিরসরাইতে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের জাতিসংঘের ঘোষনাকৃত ৮ই অক্টোবর আন্তর্জাতিক লায়ন্স ডে পালিত হয়। এই দিন মিরসরাই উপজেলার নয়দুয়ার দিঘির পাড়ে প্রায় ১০০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয় এবং ২৫০ জনকে অপারেশন করার জন্য বাছাই করা হয় পরবর্তীতে চট্টগ্রামস্থ লায়ন্স চক্ষু হাসপাতালে এদের অপারেশন করা হবে। এই দিন আরও সার্ভিস প্রোগ্রাম সমুহ ছিলো ইছাখালী ইউনিয়ন এ ইসলামপুর মোহাম্মদিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও শিশু পরিবারের ১৫০জন ছাত্র ছাত্রীর মাঝে কাপড়, খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং মাদ্রাসার সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামরা বসানো হয় ও লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ মহোদয় কে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করা হয়। উক্ত অনুষ্ঠান গুলিতে লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাই এর প্রেসিডেন্ট লায়ন মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী এম জে এফ, ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন হাসিনা খান, লায়ন তারেক কামাল, লায়ন আবু বক্কর সিদ্দিক পি এম জে এফ, লায়ন তাহের আহমেদ, লায়ন জিনাত, লায়ন আবদুল মান্নান এম জে এফ, লায়ন আমজাদ হোসেন, জোন চেয়ারপার্সন লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, লায়ন রেজাউল ইসলাম ভুইয়াঁ, লায়ন মোঃ আব্দুল মান্নান এমজেএফ, লায়ন ইলিয়াছ সিরাজী, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, খুলশী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আরশাদুর রহমান, লায়ন রাশেদা আক্তার মুন্নী, মিরসরাই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান, ট্রেজারার লায়ন কামরুল আলম, লায়ন লিটন কান্তি দাস, লায়ন্স ক্লাব অব লিবার্টি র প্রেসিডেন্ট লায়ন আনোয়ার হোসেন, লায়ন আবুল হাসেম, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল এর সেক্রেটারি লিও ওমর ফারুক, ট্রেজারার লিও শওকত হোসেন, লিও আসিফ, রাহাত, অন্তু কুমার, তরিকুল প্রমূখ