ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে পাঁচদিন ব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

জুয়েল নাগ, মীরসরাই | প্রকাশের সময় : সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:০৭:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
মীরসরাইয়ের মায়ানী ইউনিয়ন পরিষদে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় পাঁচদিন ব্যাপী প্যাটার্ণ মেকিং, কাটিং এন্ড সুইং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক রুহী মোস্তফার সভাপতিত্বে এবং সাংবাদিক ইলিয়াছ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী খাইরুল মোস্তফা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্সের সদস্য শিরিন আক্তার শিল্পী, শাহানা আক্তার মুন, আরো বক্তব্য প্রদান করেন প্রশিক্ষক জয়িতা নাজমা আক্তার, ইউপি মহিলা সদস্য জাহানারা আক্তার, ইউপি সদস্য তরজু বড়ুয়া প্রমুখ।
নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্য সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে এই মীরসরাইতে। এখানে গড়ে উঠা গার্মেন্টস পল্লীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হবে ২০ লক্ষ মানুষের। এসব প্রতিষ্ঠানে চাকুরী পেতে হলে বিভিন্ন কাজে দক্ষতা প্রয়োজন। তাই প্যাটার্ণ মেকিং, কাটিং এন্ড সুইং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে এতে করে দক্ষ জনবল সৃষ্টি হলে দ্রুত চাকুরী হবে । কেউ বেকার থাকবেনা বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।