ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

মেহেরপুর গাংনীতে চারজন মাদক কারবারী আটক

মেহেরপুর প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ১২:১০:০০ অপরাহ্ন | গণমাধ্যম
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রাম থেকে ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলেন-গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের সাব্দার আলীর ছেলে হাশেম আলী (৪০), কাজীপুর গ্রামের মুন্সিপাড়ার শহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ ওরফে রাসেল (২৪),নওদাপাড়া গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে বকুল হােসেন (৩৫) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরামুল হকের ছেলে আব্দুল আহাদ (৪৮)।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের এস আই (নিঃ) জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীপুর খালপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করে।

এস আই জহির রায়হান জানান, গােপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফাের্স নিয়ে কাজীপুর মধ্যেপাড়া ও খালপাড়ার নিকটবর্তি একটি সঙ্গীত একাডেমীর পাশে অভিযান পরিচালনা করি। অভিযানে ৪জনকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আজ  তাদের মেহেরপুর আদালতে নেয়া হয়েছে।