ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

মোংলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন

আলী আজীম, মোংলা (বাগেরহাট) : | প্রকাশের সময় : শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৯:০০ অপরাহ্ন | খুলনা

মোংলা উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কল্যাণ পাড়া টি,এ,ফারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন। তিনি দীর্ঘদিন ধরে সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার শ্রেষ্ঠ শিক্ষিকায় ভূষিত হন তিনি।

 

যানা যায়, প্রধান শিক্ষিকা হিসেবে সাবিনা ইয়াসমিন কল্যাণ পাড়া টি,এ,ফারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তার সৃজনশীল কর্মকাণ্ড ও গৃহীত পদক্ষেপ সব মহলে প্রশংসিত হয়। এর ফল স্বরূপ তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

 

তিনি বলেন, তার দায়িত্বপালনে সংশ্লিষ্টরাও অনেক সহযোগিতা করছে। যে কারণে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞ প্রকাশ করেন। তিনি আশা করেন কল্যাণ পাড়া টি,এ,ফারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীতেও প্রাথমিক শিক্ষা প্রসারে আরও এগিয়ে যাবে।

 

সাবিনা ইয়াসমিন মোংলা এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে সাবিনা ইয়াসমিন দুই সন্তানের জননী।




সবচেয়ে জনপ্রিয়