মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতরে রেখে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে মাদক বিক্রেতা মোহাম্মদ আলীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে আটককৃত মোহাম্মদ আলী (৩৬) জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এসময় সন্দেহভাজন মোটরসাইকেলটিকে আটক করে তল্লাশি চালানোকালে ট্যাঙ্কির ভেতরে পলিথিন দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা জব্দ করা হয়। সে মাদকগুলো ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে শহরের পৈরতলা এলাকায় নিয়ে যাচ্ছিলো। সে চাতুর্যতার সাথে ট্যাঙ্কিতে স্বল্প পরিমাণ তেল বহন করে ট্যাঙ্কির উপরের অংশে গাঁজাগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে বহন করছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।' (ছবি : মেইলে সংযুক্ত)
#