ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মৌলভীবাজারে কৃষি মন্ত্রী আসবেন বৃহস্পতিবার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৭ জানুয়ারী ২০২৪ ১১:৫২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বার বার নির্বাচিত মাটি ও মানুষের নেতা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরই তিনি শপথ নিতে ঢাকা চলে যান। সেখানে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীকে মুল্যায়ন করে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রিত্ব উপহার দেন।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ তার নির্বাচনী এলাকায় ফিরছেন আগামীকাল বৃহস্পতিবার। এদিকে এলাকায় আসছেন শুনে মানুষের মধ্যে আনন্দের শেষ নেই। প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানিয়ে ভেনার ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল পৌরসভার পাশে জেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান। যেখানে অন্তত ১০ হাজার মানুষ জমায়েত হবেন বলে জানা যায়।

বুধবার ১৭ জানুয়ারি ২০২৪ইং, সরজমিনে দেখা যায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনী থেকে মৌলভীবাজার সড়ক, ষ্টেশন-ভানুগাছ সড়ক ও হবিগঞ্জ সড়ক অভিনন্দন সংবলিত ফেস্টুন ও তোরণে ভরে গেছে।

শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ ফুলের দোকান গুলোতে দেখাযায় শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া বানাতে মানুষের ভীড়। শত শত তোড়া গতকালই তৈরী করে রেখেছেন ফুলের দোকানীরা। অনেকে নতুন করে অর্ডার নিতে পারছেন না তারা।

এ বিষয়ে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী বলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি গণমানুষের নেতা। তাদের প্রিয় নেতা কৃষি মন্ত্রী হয়েছেন মানুষতো ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন জানাবেই।

শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন বলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি মানুষের কাছে থাকতে পছন্দ করেন। তিনিও মানুষকে ভালোবাসেন এই ভালোবাসার প্রতিদানে তিনি ভালোবাসাতো পাবেনই।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বলেন, কৃষি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি কে তৃণমুল থেকে শহর শহরতলী সকল মানুষই ভালোবাসেন। তাইতো একবার দুইবার নয় তিনি যতবার সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকবারই তারা ভোট দিয়ে বিপুল ভোটে তাঁকে বিজয়ী করেছেন। জনগনের জন্য এই নেতার দরজা সব সময় খোলা। তিনি বিজয়ী হওয়ার পর পরই ঢাকায় চলে যান। এর পর থেকে তার বাসায় শত শত মানুষ ভীড় করছেন। এই মানুষ গুলোর জন্য তারা বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন কৃষি মন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে গণ সংবর্ধনার আয়োজন করেছেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ১৮ জানুয়ারি ২০২৪ইং, সকাল ১১টায় তিনি শ্রীমঙ্গলে আসবেন। তাই শ্রীমঙ্গলের প্রবেশদ্বার থেকেই শত শত মানুষ তাকে বরণ করে নিতে আসবে শ্রীমঙ্গলে। পরে সাড়ে ১১টার সময় শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাঠে দেয়া হবে গণ সংবর্ধনা। পরের দিন শুক্রবার বিকেলেও আয়োজন করা হয়েছে অনুরুপ অনুষ্ঠান।

এ বিষয়ে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি তিনি মুঠোফোনে বলেন, আমার এলাকার মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। তাঁরা আমাকে বার বার নির্বাচিত করেছেন। আমিও চেষ্টা করি তাঁদের পাশে থাকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এবার আমাকে কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব দিয়েছেন। এখন থেকে আমার দায়িত্ব বেড়েগেছে অনেক গুন। আমি আমার দায়িত্ব পালন করবো।