ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় পা হারানো রনি'র পাশে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ ১১:০৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন



চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়িরদোকান পিকআপ ভ্যান চালক সড়ক দুর্ঘটনায় পা হারানো রনি তালুকদার'র পায়ের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে তার নিজ বাড়িতে পোমরা বুড়িরদোকান তার পরিবারের কাছে এই আর্থিক অনুদান তুলে দেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দরা। উল্লেখ্য গত (২ সেপ্টেম্বর) সকালে পিকআপ ভ্যান নিয়ে কাপ্তাই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হঠাৎ দুইজন পথচারী কে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যান উল্টে একটি গাছের ট্রাকের সাথে সংঘর্ষ হলে তার পায়ে প্রচন্ড আঘাত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রনি তালুকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোপষক মুহাম্মদ আব্দুল করিম চৌধুরী, মোহাম্মদ আহমদ আলী নঈমী, প্রবাসী মোঃ সাইফুল ইসলাম, প্রবাসী মোঃ সেকান্দর হোসেন, প্রবাসী আবু নিগাল মেহেদী, মানিক কান্তি দাশ, সৈয়দ মোহাম্মদ ফিরোজ উদ্দীন, নয়ন পাল ভোলন, ইয়াছিন আরাফাত প্রমুখ।