ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

রামগতিতে অবৈধ তিন ইটভাটা ও কাঁচা ইট গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

মোঃওয়াহিদুর রহমান মুরাদ : | প্রকাশের সময় : সোমবার ২৮ নভেম্বর ২০২২ ০৬:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
আজ ২৮ নভেম্বর রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের চৌধুরী বাজার এলাকায় অবৈধ ইটভাটার বিরূদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 
 
২ চিমনি বিশিষ্ট বাংলা ইটভাটা "মেসার্স আমরী ব্রিকস" প্রো: আমির হোসেন মাসুদ, ২ চিমনি বিশিষ্ট বাংলা ইটভাটা "মেসার্স আল্লার দান ব্রিকস" প্রো: আলাউদ্দিন মাল, ৪ চিমনি বিশিষ্ট "মেসার্স তিশা ব্রিকস" প্রো: সানা উল্যাহ ৩ টি ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে এক্সাকেভেটর এর মাধ্যমে ভাটা এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। 
 
অভিযান পরিচালনা করেন এস. এম. শান্তুনু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রামগতি এবং মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রামগতি।অভিযানে সহযোগীতা করেন মোঃ হারুন অর রশীদ, সহকারি পরিচালক, পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর; বাংলাদেশ পুলিশ, রামগতি থানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রামগতি, লক্ষ্মীপুর।
 
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. শান্তুনু চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।