এক বছরের প্রেমের সম্পর্কের পর প্রেমিকা বিয়ে করতে না বলায় মোঃ শরিফ (২০) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (১১ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুরের রায়পুর বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। সে ঢাকার নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামের দিনমজুর জমা গাজির ছেলে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর সরকারি হাসপাতাল থেকে শরিফের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সে আড়াইহাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র। গত ৩১ জানুয়ারী বাংলাদেশ পুলিশ সদস্য পদের জন্য দরখাস্ত করেছিলেন।
নিহত শরিফের চাচাতো ভাই রিপন মিয়া বলেন, প্রায় এক বছর শরিফ রায়পুরের চরমোহনা ইউপির সিকদার রাস্তার মাথা নামক স্থানের একটি মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয় ও সম্পর্কও চলছিলো। শরিফ ওই মেয়েটি ও তার মায়ের সাথেও প্রতিদিন কথা বলতো। সম্প্রতি শরিফ জানতে পারে সে আরও ছেলেদের সঙ্গে প্রেম করে। এসংবাদ পেয়ে সে রায়পুরে এসে ওই মেয়ের সাথে যোগাযোগ করে তার বাড়ি যাওয়ার চেষ্টা করে। কিন্তু মেয়েটি তাদের বাড়িতে নিবে না ও বিয়েও করবে না বলায় শরিফকে জানায়। কিন্তু শরিফ এতে কষ্ট পেয়ে আত্মহত্যা করবেন বলে জানান মেয়েটিকে।এর জবাবে আত্মহত্যা করলেও কিছু যায় আসে না বলে জানান ওই মেয়ে। এমন কথা শোনার পর শরিফ বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নেন। রাত ১২টার সময় রায়পুর বাসটার্মিনাল এলাকায় আত্মহত্যা করেন। রাত তিনটার সময় কে বা কারা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি জানালে রায়পুর থানা পুলিশ শরিফকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়।
সরেজমিনে সিকদার রাস্তার মাথায় গেলে স্থানীয় কয়েকজন বলেন, শরিফ নামের ছেলেটিকে অত্যন্ত সরল মনে হয়েছে। সে এখানকার এক মেয়েকে ভালোবাসত। কিন্তু মেয়েটি তার ঠিকানা না বলা এবং শরিফকে বাড়িতে না নেওয়ায় সে অনেকক্ষণ কান্না করে চলে গেছে।
এ বিষয়ে নিহত শরিফের বাবা জমা গাজি বলেন, ‘এক মেয়ের সঙ্গে ছেলের সম্পর্ক আছে তা আমি জানি না। মারা যাওয়ার পর রায়পুরে এসে জানতে পারি। সে জানুয়ারী মাসের শেষ তারিখে পুলিশের চাকরির জন্যেও দরখাস্ত করেছিলো। কেন, কী কারণে সে আত্মহত্যা করেছে আমি জানি না।’ মেয়েটিরও পরিচয় জানিনা। আমি বিচার চাই।
রায়পুর থানার উপপরিদর্শক মোঃ সুলতান বলেন, রোববার রাতে ছেলেটিকে বাসটার্মিনাল এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সোমবার দুপুরে হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য জেল